ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

রাজধানীতে দুর্ঘটনায় ঠেলাগাড়ি চালকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৯, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
রাজধানীতে দুর্ঘটনায় ঠেলাগাড়ি চালকের মৃত্যু

ঢাকা: রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তারা মিয়া (৪৫) নামের এক ঠেলাগাড়ি চালক। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু  অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে, রাত সোয়া ১২ টায় কর্তব্যরত চিকিৎসক তারা মিয়াকে মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হাকিম উদ্দিন জানান উত্তরা ১নং সেক্টর সেন্ট্রাল হাসপাতালের সামনে, তারা মিয়া ঠেলাগাড়ি নিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। আহত অবস্থা ঢামেকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।