ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

রামপুরায় মেয়ের বাড়িতে মায়ের অস্বাভাবিক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১১, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
রামপুরায় মেয়ের বাড়িতে মায়ের অস্বাভাবিক মৃত্যু

ঢাকা: রাজধানীর রামপুরায় মেয়ের বাড়িতে ফাতেমা বেগম (৭০) এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১ দিকে এই ঘটনা ঘটে বলে বাংলানিউজকে নিশ্চিত করেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা।

তিনি বলেন, রামপুরার মহানগর প্রোজেক্টের রোড নাম্বার ৫, ব্লক সি/৮০ নাম্বার বাড়ি থেকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় ফাতেমা বেগমের লাশ উদ্ধার করা হয়।  
 
মৃত ফাতেমা বেগমের মেয়ের জামাই শেখ আহমেদ সমীর  বাংলানিউজকে বলেন, ‘গত ৫ বছর ধরে শাশুড়ি আমাদের সাথে থাকেন।

মেয়ের সাথে অভিমান করে গত কাল থেকে ভাত খাওয়া বন্ধ করেছিলেন। আজ রাতে সবাই যখন টিভির ঘরে ছিল, তখন তিনি ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। ’ 

ওসি প্রলয় কুমার বাংলানিউজকে বলেন, আমরা কিছু সন্দেহ করছি না, ময়নাতদন্তের প্রতিবেদনের পর বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ০৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭ 
এসটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।