ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

সুন্দরবনে কাঁকড়া ধরায় ২ জেলে আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৬, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
সুন্দরবনে কাঁকড়া ধরায় ২ জেলে আটক

বাগেরহাট: প্রজনন মৌসুমে অবৈধভাবে সুন্দরবনে ঢুকে কাঁকড়া ধরার অভিযোগে দুই জেলেকে আটক করেছে বন বিভাগের কর্মকর্তারা।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন এলাকার একটি খাল থেকে দু’জনকে আটক করা হয়।

আটক দুই জেলে হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার আব্দুল মান্নান ও মংলা উপজেলার আজাহার।

ঢাংমারী স্টেশনের স্টেশন কর্মকর্তা (এসও) হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, কয়েকজন জেলে প্রজনন মৌসুমে সুন্দরবন থেকে কাঁকড়া শিকার করছিলেন। এমন খবরের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে পশুর নদীর পাশে একটি খাল থেকে দুই জেলেকে আটক করা হয়েছে। এ সময় জেলে দু’জনের ব্যবহৃত ট্রলার থেকে ১০ মণ কাঁকড়া জব্দ করা হয়।

আটক ওই দুই জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এজি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।