ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

টঙ্গীতে বাসে আগুন, আহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫১, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
টঙ্গীতে বাসে আগুন, আহত ১০ টঙ্গীতে বাসে অগ্নিকাণ্ড/ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১০জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গী কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. মোরশেদুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ভিআইপি পরিবহনের একটি বাস টঙ্গী কলেজ গেট এলাকায় পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়।

এসময় বাস থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কমপক্ষে ১০জন যাত্রী আহত হন।

পরে তাদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

একপর্যায়ে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভায়। বাসের ত্রুটি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
আরএস/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।