ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

দৌলতপুরকে ভিক্ষুক মুক্ত ঘোষণা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৮, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
দৌলতপুরকে ভিক্ষুক মুক্ত ঘোষণা দৌলতপুরকে ভিক্ষুক মুক্ত ঘোষণা

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পাঁচটি ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে ভিক্ষুক মুক্ত ঘোষণা করেছেন দৌলতপুরের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ ঘোষণা দেন।

এর আগে নয়টি ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করেন তিনি।

এবার এই পাঁচটি ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষণার মধ্যদিয়ে উপজেলার সবগুলো ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করা হলো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম, পিআইও সাইদুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম প্রমুখ।

এ সময় পাঁচটি ইউনিয়নের ১৫৭ জন ভিক্ষুককে চাল, ডাল, তেল, নগদ টাকা, চায়ের কেটলি, চুলা, ভ্যান ও ছাগল দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এজি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।