শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু দাউদ বাংলানিউজকে জানান, নাইট স্টার পরিবহনের একটি বাস ঢাকা থেকে পাবনা যাচ্ছিল। পথে বাগবাড়ী এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এসময় আহত হন অন্তত ২৩ জন।
খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ জানান, আহত ২৩ জনকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সাত-আটজনের অবস্থা আশঙ্কাজনক।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এসআই