শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সোবহানবাগের ড্যাফোডিল ইউনিভার্সিটিতে নতুন উদ্যোক্তাদের জন্য সহায়ক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম এ কথা বলেন।
তিনি বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি সবুর খান ‘এ জার্নি টুয়ার্ডস এন্ট্রাপ্রেনিউরশিপ’ বইটি লিখেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডিসিসিআই’র সভাপতি আবুল কাশেম খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহবুব উল হক মজুমদার, ট্রেজারার হামিদুল হক খান, স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
আরএটি/আরআর/টিআই