ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

সাংবাদিক শিমুল হত্যা

রিমান্ড শেষে মেয়র মীরুসহ ৬ আসামি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৪, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
রিমান্ড শেষে মেয়র মীরুসহ ৬ আসামি কারাগারে

সিরাজগঞ্জ: সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মীরুসহ ছয় আসামিকে পাঁচদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরীফুল ইসলাম এ আদেশ দেন।

সিনিয়র জুডিশিয়াল আদালতের জিআরও আতাউর রহমান এ তথ্য জানিয়েছেন।

এর আগে ১৩ ফেব্রুয়ারি মেয়র মীরুসহ ছয় আসামির পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

২ ফেব্রুয়ারি উপজেলা ছাত্রলীগ ও মেয়র গ্রুপের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল গুলিবিদ্ধ হন। এ অবস্থায় ৩ ফেব্রুয়ারি ঢাকা নেয়ার পথে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় তিনি মারা যান। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী নুরুন নাহার বেগম বাদী হয়ে মেয়র মীরু ও তার ভাইসহ ১৮ জনের নাম উল্লেখ ও ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
এরই মধ্যে এ মামলার প্রধান আসামি মীরু ও তার ভাই হাবিবুল হক মিন্টুসহ নয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।