ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন নুরুল হুদা কমিশনের প্রথম ভোট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৯, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন নুরুল হুদা কমিশনের প্রথম ভোট

ঢাকা: রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের মধ্য দিয়ে শনিবার (১৮ ফেব্রুয়ারি) প্রথম ভোটগ্রহণ করছে কেএম নুরুল হুদা কমিশন। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
 
 

নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, ৯টি কেন্দ্রে এ পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন নির্বাচনী এলাকা পরিদর্শন করেছেন।

ওইদিন তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দিয়েছেন।
 
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা থেকে জানা গেছে, বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মো. জাফর আলী খান, বিএনপির মো. ওমর আলী ও স্বতন্ত্র থেকে মো. আজিজুর রহমান আজিজ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ৬ জন এবং ৯টি সাধারণ ওয়ার্ডে ২৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন।
 
এ নির্বাচনের পর নুরুল হুদা কমিশনের অধীনে ৬ মার্চ সিলেটের ওসমানী নগর, খাগড়াছড়ির গুইমারা ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের নির্বাচন রয়েছে। এরপর ২২ মার্চ রয়েছে গাইবান্ধা-১ আসনের উপ-নির্বাচন।

বর্তমান কমিশন ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব নিয়েছে। মেয়াদপূর্ণ করবে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি। এ সময়ে মধ্যে একাদশ সংসদ নির্বাচন ছাড়াও ৬০ হাজার স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করবে।  

**বাঘাইছড়ি পৌরসভার নির্বাচন চলছে


বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।