ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

সংঘর্ষের জের

সিলেটে শনিবার থেকে পরিবহন ধর্মঘট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১২, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
সিলেটে শনিবার থেকে পরিবহন ধর্মঘট শ্রমিক-পুলিশ সংঘর্ষের একটি মুর্হূত/ ছবি- বাংলানিউজ

সিলেট: মাদকসহ দুই শ্রমিককে ছাড়িয়ে আনার সময় শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনার জেরে শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন জেলা মাইক্রোবাস শ্রমিক নেতারা। 

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে ধর্মঘটের এ ঘোষণা দেওয়া হয়।

সিলেট জেলা মাইক্রোবাস সমিতির সভাপতি শাহ রিপন আহমদ সাংবাদিকদের বলেন, শুক্রবার রাতে তিন শ্রমিককে ডিবি পুলিশ আটক করে নিয়ে যায়।

আটকদের মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য এ পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

তিনি বলেন, শ্রমিকদের ছাড়িয়ে আনতে আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করলে পুলিশ হামলা চালায়। এসময় তাদের একটি পিকআপ ভ্যান ভাংচুর করে পুলিশ। পরে পিকআপ ভ্যানটিও নিয়ে যায় বলে অভিযোগ করেন এ শ্রমিক নেতা।  

শুক্রবার রাত ৯টার দিকে সিলেট নগরীর উপশহর পয়েন্টে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় পরিবহন শ্রমিকরা। এতে দুই পুলিশ আহত হয়েছেন।  

তবে শ্রমিকদের দাবি, পুলিশের লাঠিপেটায় তাদের অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে মুশাহিদ আলী ও শফিক মিয়াকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।