ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

ফতুল্লায় অর্ধশতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৩, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
ফতুল্লায় অর্ধশতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় মাদক ব্যবসায়ীদের হামলার ঘটনায় নয়জনের নাম উল্লেখ করে অর্ধশতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে পাগলা উত্তর রসুলপুর এলাকার নুরুল ইসলাম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাহাবুদ্দিন বাংলানিউজকে মামলার খবর নিশ্চিত করেন।

তিনি জানান, ওই মামলায় মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেন ও ইমরানের বোন ইতি আক্তার ও ভগ্নিপতি জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা ও ঢাকার কদমতলী থানা এলাকার সীমান্তবর্তী এলাকা পাগলার উত্তর রসুলপুরে দীর্ঘদিন ধরে এলাকার বিল্লাল হোসেন ও ইমরান নামে দুই সন্ত্রাসী মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

এ ব্যাপারে এলাকাবাসী প্রতিবাদ করলে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টায় উত্তর রসুলপুর এলাকায় সন্ত্রাসীরা নেতৃত্বে এলাকাবাসীর ওপর হামলা চালায়।

এ সময় তারা গুলি ও বোমা ছুড়ে। তাদের ছোড়া বোমার আঘাতে নাসির উদ্দিন, অলি মিয়া, রাসেল, রতন ও চা দোকানদার কবির শেখসহ অন্তত ১০জন আহত হন।

এরপর সন্ত্রাসীরা কবির শেখের চা দোকানে বোমা ও অলির বাড়িতে ব্যাপক ভাঙচুর করে। একই সময় আরও কয়েকটি বাড়িতে ভাঙচুর করেন তারা।

এরপর এলাকাবাসী ও কদমতলী থানা ও ফতুল্লা মডেল থানা পুলিশ ধাওয়া করলে সন্ত্রাসীরা পালিয়ে যান।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বাংলানিউজকে জানান, সন্ত্রাসী পার্শ্ববর্তী কদমতলী থানা এলাকা থেকে ফতুল্লায় এসে হামলা চালিয়েছে। কদমতলী থানা পুলিশ জানিয়েছে সন্ত্রাসী বিল্লাল হোসেন ও ইমরানসহ প্রায় অর্ধশতাধিক আসামির বিরুদ্ধে মামলা রয়েছে। তারা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭

এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।