ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

গফরগাঁওয়ে মুক্তিযোদ্ধা বাজারে আগুন, কোটি টাকার ক্ষতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৭, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
গফরগাঁওয়ে মুক্তিযোদ্ধা বাজারে আগুন, কোটি টাকার ক্ষতি গফরগাঁওয়ে মুক্তিযোদ্ধা বাজারে আগুন/ ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুক্তিযোদ্ধা বাজারে আগুনে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও  তিনটি বাড়ি ভস্মীভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় পাগলা থানা এলাকার নিগুয়ারী ইউনিয়নের সুতারচাপুর বাজারের রতন মিয়ার কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, মুহূর্তেই আগুন আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

প্রথমেই মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের তিনটি ঘরে আগুন লেগে যায়। এতে তার বসতভিটা সম্পূর্ণ পুড়ে যায়।

আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর উপজেলার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর কাজে অংশ নেয়। বিকেল ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
 
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রতন মিয়া বাংলানিউজকে বলেন, ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও  তিনটি বাড়ি পুড়ে যাওয়ায় প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এমএএএম/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।