ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন দৃষ্টান্ত স্থাপন করবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৯, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন দৃষ্টান্ত স্থাপন করবে বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন দৃষ্টান্ত স্থাপন করবে

রাঙামাটি: নব নিযুক্ত নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসনে চৌধুরী বলেছেন, বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন দেশে দৃষ্টান্ত স্থাপন করবে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বাঘাইছড়ি পৌরসভার নির্বাচন উপলক্ষে উপজেলা মিলনায়তনে নির্বাচনী কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের মধ্য দিয়েই আগামী পাঁচ বছরের জন্য বর্তমান নির্বাচন কমিশন যাত্রা শুরু করতে যাচ্ছে।

তাই এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে সুষ্ঠু ও সুন্দর করতে করণীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের যা যা করা দরকার তা অবশ্যই করবে। এছাড়া আগামীতে দেশের সব রাজনৈতিক দল নিয়ে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভায় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রিটার্নিং কর্মকর্তা মো. নাজিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজুল ইসলামসহ অন্যান্য নির্বাচনী কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দেশের সর্ববৃহৎ সীমান্তবর্তী উপজেলার বাঘাইছড়ি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নবনিযুক্ত নির্বাচন কমিশনের অধীনে দেশে এটাই প্রথম নির্বাচন। নির্বাচনে পৌরসভার ৯টি কেন্দ্রে ১০ হাজার ১৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও একজন স্বতন্ত্র প্রার্থীসহ তিনজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। ভোটকেন্দ্র গুলোতে আনসার, পুলিশ, বিজিবি ও র‌্যাবের ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।