ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫২, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

সিলেট: সিলেট-আখাউড়া রেল লাইনের কুলাউড়ার ভাটেরা রেলস্টেশনে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিকেলে ৬টা পর্যন্ত এখনো উদ্বাকারী ট্রেন ঘটনাস্থলে এসে পৌঁছায়নি বলে জানা গেছে।

এদিকে, এ ঘটনায় সিলেট থেকে ছেড়ে আসা আন্ত:নগর পারাবত ট্রেন মোগলা বাজার ও কুশিয়ারা ট্রেন সিলেটে আটকা পড়েছে। অন্য ট্রেনগুলির সিডিউল বিলম্বিত হবে বলে রেলওয়ে স‍ূত্রে জানা গেছে।

কুলাউড়া জংশন সূত্রে জানা যায়, ফেঞ্চুগঞ্চ শাহজাহাল সার কারখানা থেকে সার বোঝাই মালবাহী ট্রেনটি মাইজগাও স্টেশন এলাকায় আসা মাত্র ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সাথে ঢাকা-চট্রগ্রাম ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
 
এ ব্যাপারে কুলাউড়া জংশন স্টেশনের মাস্টার হরিপদ সরকার বাংলানিউজকে জানান, লাইনচ্যুত বগিটি উদ্ধারের কার্যক্রম শুরু হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।