ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

ইটনায় বিদ্যাপীঠের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪১, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
ইটনায় বিদ্যাপীঠের উদ্বোধন ইটনায় বিদ্যাপীঠের উদ্বোধন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ হাওরের ইটনা উপজেলায় বিদ্যাপীঠের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস এ বিদ্যাপীঠের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন- ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম ঠাকুরসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমান খান বাংলানিউজকে জানান, উপজেলা বিদ্যাপীঠে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ানো হবে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।