ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

শাহজালালে ট্রলি ট্রে’র নিচ থেকে স্বর্ণ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০২, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
শাহজালালে ট্রলি ট্রে’র নিচ থেকে স্বর্ণ জব্দ

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কায়দায় ‘ট্রলি ট্রে’র নিচে লুকিয়ে আনা ১ দশমিক ৭৫ কেজি স্বর্ণসহ মোহাম্মদ মান্নান মিয়া নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়ান্দা ও তদন্ত অধিদফতর।

আটক মান্নান মিয়া পেশায় একজন গাড়ি চালক। তিনি দুবাই’এ গাড়ি চালান।

তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে শুল্ক গোয়েন্দা অধিদফতরের ডিজি মইনুল খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
 
তিনি বলেন, মান্নান দুবাই থেকে ওমান হয়ে বাংলাদেশ বিমানের বিজি-১২২ ফ্লাইটে বেলা ১১টায় ঢাকায় অবতরণ করেন। ইমিগ্রেশন সম্পন্ন করে ১ নম্বর ব্যাগেজ বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে কাস্টমস ব্যাগেজ কাউন্টারে নিয়ে আসে।

বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার মালামাল তল্লাশির এক পর্যায়ে লাগেজ বহনকারী ‘ট্রলি ট্রে’র নিচে চুম্বকের সাহায্যে ট্রেতে লুকানো পাঁচটি আলাদা টুকরার মাঝে স্বর্ণের সন্ধান পাওয়া যায়।

স্বর্ণের টুকরোগুলো অ্যালুমিনিয়াম ফয়েল ও স্কচটেপ দিয়ে মোড়ানো এবং চুম্বক দিয়ে আটকানো ছিলো। পরে পাঁচটি টুকরা খুলে প্রতিটির ভেতরে তিন পিস করে সর্বমোট ১৫ পিস স্বর্ণের বার পাওয়া যায়। প্রতিটির ওজন ১০ তোলা করে সর্বমোট ১৫০ তোলা। যার বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।

আটক মান্নানের বিরুদ্ধে শুল্ক আইন ও বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে হচ্ছে বলেও জানান ডিজি মইনুল খান।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
আরএটি/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।