ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

পুকুর থেকে উদ্ধার হলো বস্তাভর্তি মদের চালান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩২, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
পুকুর থেকে উদ্ধার হলো বস্তাভর্তি মদের চালান পুকুর থেকে উদ্ধার হলো বস্তাভর্তি মদের চালান- ‍ছবি: আবু বকর

সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জে পুকুর থেকে বস্তাভর্তি অবস্থায় ৮শ’ বোতল ভারতীয় অফিসার চয়েজ ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে উদ্ধার হওয়া মদের চালানটি নিয়ে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে সিলেট জেলা পুলিশ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা সাংবাদিকদের জানান, উপ-পরিদর্শক (এসআই) মো. মশিউর রহমানের নেতৃত্বে গোয়েন্দা শাখার একদল পুলিশ প্রায় দুই ঘণ্টা অভিযান চালায়।

অভিযানে কোম্পানীগঞ্জের ইছাকলস ইউনিয়নের পুটামারা গ্রামের একটি পুকুর থেকে মাদকের চালানটি উদ্ধার করে। উদ্ধার হওয়া মাদকের মূল্য প্রায় ৪ লাখ টাকা।

এ বিষয়ে উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় অজ্ঞাতদের আসামি করে মাদক আইনে একটি মামলা (নং-১২/১৬/২/১৭) দায়ের করেছেন বলেও জানান সুজ্ঞান চাকমা।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এনইউ/এসআরএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।