ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

খুলে দেওয়া হচ্ছে শ্যামলী শিশু মেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৭, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
খুলে দেওয়া হচ্ছে শ্যামলী শিশু মেলা শিশু মেলা (ফাইল ফটো)

ঢাকা: রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র শ্যামলী শিশু মেলা বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে খুলে দেওয়া হচ্ছে। প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর এ বিনোদন কেন্দ্রটি খুলে দেওয়ার সিদ্ধান্ত হলো।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।

ভাড়ায় পরিচালিত শিশু মেলা ২০০২ সালের পর আর কোনো ভাড়া এমনকি বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়নি।

এমন অভিযোগের সত্যতায় গত ২৬ নভেম্বর সকালে শিশুমেলা বন্ধ করে সিলগালা করে দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।

আমিনুল ইসলাম জানান, শিশু মেলা পরিচালনার দায়িত্বে থাকা মেসার্স ভায়া লিমিটেডকে আগামী একবছর প্রতিমাসে ১ লাখ ১১ হাজার টাকা সিটি করপোরেশন কর্তৃপক্ষকে দিতে হবে। শিশু মেলা তদারকির জন্য মেয়র আনিসুল হক ১১ জন কাউন্সিলর দিয়ে একটি কমিটি গঠন করে দিয়েছেন।

মেসার্স ভায়া লিমিটেডের মালিক মোস্তাফিজুর রহমানের কাছে বৃহস্পতিবার বিকেলে ডিএনসিসি’র পক্ষ থেকে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। আগামী ২/৩ দিনের মধ্যে শিশু মেলাটি পুরোদমে চালু হবে।

টিকিটের মূল্য আগের মতোই থাকবে। নতুন করে টিকিট মূল্য নির্ধারণ করার সুযোগ নেই বলে জানিয়েছেন ডিএনসিসি’র প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭/আপডেট: ১৭৪০ ঘণ্টা
এসএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।