ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

সুরঞ্জিত সেনগুপ্তের স্থলে আইনের সভাপতি সাবেক মন্ত্রী খসরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৬, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
সুরঞ্জিত সেনগুপ্তের স্থলে আইনের সভাপতি সাবেক মন্ত্রী খসরু

জাতীয় সংসদ ভবন থেকে: সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আব্দুল মতিন খসরুকে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে। সম্প্রতি বর্ষিয়ান পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে এ পদটি শূন্য হয়।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদ অধিবেশনে চারটি সংসদীয় কমিটির পুনর্গঠন করা হয়।

ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর নির্দেশে প্রধান হুইপ কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়।

পুনর্গঠিত কমিটিতে সাবেক হুইপ নূর-এ আলম চৌধুরী লিটনকে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে উপ-নির্বাচনে নির্বাচিত সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭

এসকে/এসএম/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।