ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে অটোরিকশা চালক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১১, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে অটোরিকশা চালক অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে অচেতন হওয়া ব্যক্তি/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন সিএনজি চালিত অটোরিকশা চালক। তার নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও মেরাদিয়া বাজার এলাকায় অচেতন অবস্থায় ওই চালককে উদ্ধার করেন স্থানীয়রা।
 
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খায়রুজ্জামান বাংলানিউজকে জানান, স্থানীয়রা অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে মেরাদিয়া বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করে রামপুরা থানার সামনে নিয়ে আসে।

খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। ওই ব্যক্তির গায়ে নীল নঙের চালকের পোশাক ছিলো। শার্টের পকেট কিছুটা কাটা ছিলো।

পুলিশের ধারণা, অজ্ঞানপার্টির সদস্যরা ওই চালককে অচেতন করে তার কাছে থাকা টাকা হাতিয়ে নিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এজেডএস/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।