ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

সিরাজদিখানে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১০, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
সিরাজদিখানে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় বাসের নিচে চাপা পড়ে কাজী নাইম (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় রাব্বি (২৪) নামে আরও এক যুবক আহত হয়েছেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-মাওয়া মহসড়কের সিরাজদিখান কেসি রোডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নাইম উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটা গ্রামের কাজী শরব আলীর ছেলে।

আহত রাব্বি একই গ্রামের জহির মোল্লার ছেলে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্শেদ তালুকদার বাংলানিউজকে জানান, বিকেলে নাইম মোটরসাইকেলে মাওয়ার দিকে যাচ্ছিলেন। তিনি কেসি রোডের সামনে পৌঁছালে একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘাতক বাসটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।