ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

মতলব উত্তরে ইয়াবাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৫, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
মতলব উত্তরে ইয়াবাসহ যুবক আটক মতলব উত্তরে ইয়াবাসহ যুবক আটক

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আনোয়ারপুর এলাকা থেকে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাজিব প্রধান (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে আনোয়ারপুর তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়।

রাজিব কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার খালিশা শ্রীরায়েরচর গ্রামের ধনু মিয়া প্রধানের ছেলে।

মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান কামাল বাংলানিউজকে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আনোয়ারপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সিএনজি চালিত অটোরিকশা থেকে রাজিবকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রাজিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার তাকে চাঁদপুর আদালতে পাঠানো হবে বলেও জানান এসআই।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এজি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।