ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

মাহেন্দ্র শ্রমিকদের হামলায় পৌর মেয়রসহ আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২১, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
মাহেন্দ্র শ্রমিকদের হামলায় পৌর মেয়রসহ আহত ১৫ মাহেন্দ্র শ্রমিকদের হামলায় পৌর মেয়রসহ আহত ১৫

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় মাহেন্দ্র শ্রমিকদের হামলায় টুঙ্গিপাড়া পৌর মেয়র আহমেদ হোসেন মীর্জাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় ঘণ্টাব্যাপী ঢাকা-খুলনা মহাসড়ক ও গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।

এ ঘটনায় আহত পৌর মেয়রসহ তিনজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, বিকেলে পৌর মেয়র আহমেদ হোসেন মীর্জা ও তার লোকজন টুঙ্গিপাড়ার দিকে যাচ্ছিলেন। তারা ঘোনাপাড়ায় ‍মাহেন্দ্র স্ট্যান্ডে পৌঁছালে গাড়ি সরানো নিয়ে মাহেন্দ্র শ্রমিকদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাহেন্দ্র শ্রমিকদের হামলায় পৌর মেয়রসহ ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে।

মেয়র শেখ আহম্মদ হোসেন মির্জা বলেন, আমার ড্রাইভার ও ছেলে মাহিন্দ্র ড্রাইভারকে সাইড দিতে বলেন। এই নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। পরিস্থতি শান্ত করতে আমি গাড়ি থেকে নামি। এ সময় মাহেন্দ্র শ্রমিকরা আমাকে ও আমার ছেলেকে মারপিট করে। আমি প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ট বিচার দাবি করছি।

গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার আমীনুল ইসলাম বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।