ঢাকা, শনিবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

পরীক্ষা কেন্দ্রে মোবাইল ব্যবহারে উজিরপুরে ২৩ শিক্ষককে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১২, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
পরীক্ষা কেন্দ্রে মোবাইল ব্যবহারে উজিরপুরে ২৩ শিক্ষককে জরিমানা

বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলা সদরের ডব্লিউবি ইউনিয়ন মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে ২৩ শিক্ষককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গণিত পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা। এসময় নকল সরবরাহের অভিযোগে হৃদয় সিকদার নামে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করেন তিনি।

পাশাপাশি অভিযান চালিয়ে কেন্দ্রের ২৩ শিক্ষকের হাতে মোবাইল ফোন পাওয়‍া যায়।

নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা বিষয়টি বাংলানিউজকে জানান, পরে পরীক্ষা শেষে শিক্ষকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে সর্বনিম্ন ২০০ এবং সর্বোচ্চ ৫০০ টাকা করে জরিমানা  আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ০৬১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এমএস/ওএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।