ঢাকা, শনিবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

দক্ষিণ গোড়ান থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১২, ফেব্রুয়ারি ১২, ২০১৭
দক্ষিণ গোড়ান থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর খিঁলগাও থানাধীন দক্ষিণ গোড়ানের একটি টিনশেড বাসা থেকে মারুফা আক্তার (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মরদেহটি উদ্ধার করে খিঁলগাও থানা পুলিশ।

নিহত কিশোরীর মায়ের বরাত দিয়ে চাচা ইলিয়াস শেখ বাংলানিউজকে জানান, মারুফার মা মীনা বেগম মেয়েকে নিয়ে ওই বাসায় ভাড়া থেকে বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করেন।

রোববার সকাল ১০টায় তিনি কাজে চলে যান। বিকেল ৪টায় বাসায় ফিরে ঘরের দরজা খোলা দেখতে পান। এসময় ঘরে ঢুকে তীরের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান মারুফাকে।

নিহতের মা মিনারা বেগম অভিযোগ করে বলেন, প্রতিবেশী সাদ্দাম নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো মারুফার। কিন্তু, সাদ্দামের পরিবার এ সম্পর্ক মেনে নেওয়ার কারণে আত্মহত্যা করেছে মারুফা।

তিনি বলেন, তার তিন মেয়ে এক ছেলের মধ্যে মারুফা দ্বিতীয়।

খিঁলগাও থানার উপ-পরিদর্শক (এসআই) সামছুল হক সুমন বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় খবর পেয়ে ৩৩৪/৪ দক্ষিণ গোড়ানের খোকন ম্যানেজারের টিনশেড বাড়ির একটি কক্ষ থেকে মারুফা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই সামছুল হক।

বাংলাদেশ সময়: ০৪০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এজেডএস/জিপি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।