ঢাকা, শনিবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

বেনাপোলে অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৭, ফেব্রুয়ারি ১২, ২০১৭
বেনাপোলে অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

বেনাপোল (যশোর): বেনাপোল ইউনিয়নের রাজবাড়ি গ্রাম থেকে অস্ত্রসহ সেকেন্দার (৩২) নামে একাধিক হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে একটি ওয়ান শ্যুটারগান ও এক রাউণ্ড গুলিসহ ওই গ্রাম থেকে তাকে গ্রেফতার করে বেনাপোল পোর্টথানা পুলিশ। সেকেন্দার বেনাপোলের উত্তর কাগজপুকুর গ্রামের কালুর মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পালিয়ে থাক‍া একাধিক হত্যা মামলার আসামি ওই গ্রামে অবস্থান করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার শরীরে তল্লালি চালিয়ে একটি ওয়ান শ্যুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) ফিরোজ বাংলানিউজকে জানান, গ্রেফতার ওই সন্ত্রাসীর বিরুদ্ধে পোর্ট থানায় নারাণপুরের প্রিন্স হত্যা ও পেচোর বাওড়ে এক যুবককে গলাকেটে হত্যার মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এজেডএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।