ঢাকা, শনিবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

সিসিকের ময়লা সংগ্রহ কেন্দ্রের উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২০, ফেব্রুয়ারি ১২, ২০১৭
সিসিকের ময়লা সংগ্রহ কেন্দ্রের উদ্বোধন ময়লা সংগ্রহ কেন্দ্রের উদ্বোধন, ছবি: বাংলানিউজ

সিলেট: পরিচ্ছন্ন নগর গড়ার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। এরই ধারাবাহিকতায় নগরীর ২২নং ওয়ার্ডে স্থাপিত ময়লা সংগ্রহ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ময়লা সংগ্রহ কেন্দ্রের উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।

এ সময় উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন, ২১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, সিটি করপোরেশনের নিবার্হী প্রকৌশলী আলী আকবর, সহকারী প্রকৌশলী বিদ্যুৎ জয় দেব বিশ্বাস, কার্য সহকারী প্রকৌশলী ইসমাইল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী (পরিবহন) আবুল ফজল খোকন, মো. শহিদুল হাসান, ব্যবসায়ী আবু হোসেন, নাজিম বকত প্রমুখ।

এছাড়া প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব ২২নং ওয়ার্ডের ছড়া, খাল ও ড্রেনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ঘুরে দেখেন।

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এনইউ/টিআই

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।