ঢাকা, শনিবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

পদ্মাসেতুর বিরুদ্ধে অভিযোগকারীদের সংসদে তলবের দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০২, ফেব্রুয়ারি ১২, ২০১৭
পদ্মাসেতুর বিরুদ্ধে অভিযোগকারীদের সংসদে তলবের দাবি

জাতীয় সংসদ ভবন থেকে: বিশ্বব্যাংকের বিরুদ্ধে সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণ এবং যারা দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলেছিল তাদেরকে সংসদে ডেকে জবাবদিহিতা করার দাবি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। 

তিনি বলেন, এই সংসদে বিশ্বব্যাংকের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব নেওয়া উচিত। আর যারা এই অভিযোগ নিয়ে হইচই করেছিল, কথা বলেছিল তাদেরকে জাতীয় সংসদে সংসদীয় স্থায়ী কমিটিতে ডাকতে হবে।

তাদের জবাবদিহি করতে হবে।  

রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংসদীয় স্থায়ী কমিটির তাদের ডাকার ক্ষমতা আছে। সে ড. মোহাম্মদ ইউনূস ই হোক আর যেই হোক তাদের ডাকার ব্যবস্থা করতে হবে। বিএনপি একটি নির্লজ্জ দল, তারা এটা নিয়ে পানি ঘোলা করার চেষ্টা করেছিল। তাদেরকেও ডাকতে হবে।  

তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এধরনের অভিযোগকারীদের সংসদে ডাকা হয়। জবাবদিহিতার মধ্যে আনা হয়। তাই এই অভিযোগকারীদের সংসদে ডাকতে হবে। যাতে ভবিষতে আর মিথ্যা অভিযোগ করতে না পারে। সংসদে ডেকে আনতে হবে প্রেস থাকবে, বিশ্বের মানুষ দেখবে। এরা যাতে ভবিষতে আর কাউকে হেয় করতে না পারে।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এসএম/এসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।