ঢাকা, শনিবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

কসবায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৪, ফেব্রুয়ারি ১২, ২০১৭
কসবায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. রিফাত (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কুটি ইউনিয়নের লেশিয়ারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত উপজেলার মেহারি ইউনিয়নের যমুনা গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে মোটরসাইকেলে করে বাড়ি থেকে কসবা উপজেলা সদরে যাচ্ছিলেন রিফাতসহ তিনজন। পথে লেশিয়ারা এলাকায় তার মোটরসাইকেলে সঙ্গে একটি রিকশার সংঘর্ষ হয়। এতে পড়ে গিয়ে রিফাত ও তার সঙ্গে থাকা দু’জন আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।

কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।