ঢাকা, শনিবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় চালক-হেলপারের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৮, ফেব্রুয়ারি ১২, ২০১৭
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় চালক-হেলপারের বিরুদ্ধে মামলা ফরিদপুর

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় ১৩জন নিহতের ঘটনায় দুর্ঘটনা কবলিত বাস ও কাভার্ড ভ্যানের নিহত চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে ভাঙ্গা হাইওয়ে থানার  উপ-পরিদর্শক (এসআই) মোহসীন আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বাংলানিউজকে বলেন, শনিবার রাতে নগরকান্দা থানায় বাস চালক হেমায়েত হোসেন, হেলপার জুয়েল মোল্যা, নিহত কাভার্ডভ্যান চালক আসাদুজ্জামানের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।

এছাড়া বাসের সুপার ভাইজার ও হেলপারের পদবী উল্লেখ এবং নাম অজ্ঞাত রাখা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে তাদের নাম মামলায় অন্তর্ভূক্ত করা হবে।    

এর আগে শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের গজারিয়া এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা পারভেজ ট্রান্সপোর্টের একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটিতে আগুন ধরে যায়।

এতে বাসের চালক ও হেলপার এবং কাভার্ডভ্যানের চালকসহ ঘটনাস্থলেই ১৩ জন পুড়ে মারা যান। এরমধ্যে রোববার বিকেল পর্যন্ত ৭টি মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

৬টি মরদেহের কোনো পরিচয় না পাওয়ায় রোববার বিকেলে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান ওসি।  

** ফরিদপুরে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১৩

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
আরকেবি/আরআইএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।