ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

সিলেটে ৭৬ মুক্তিযোদ্ধার তথ্য যাচাই-বাছাই শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৬, ফেব্রুয়ারি ১১, ২০১৭
সিলেটে ৭৬ মুক্তিযোদ্ধার তথ্য যাচাই-বাছাই শুরু

সিলেট: সিলেট নগরীতে ৭৬ জন মুক্তিযোদ্ধার তথ্য যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ছয় সদস্যের কমিটি এ কার্যক্রম শুরু করেছে।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরীর উপস্থিতিতে যাচাই কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন-মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ বর্মণ রানা, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, এনায়েত উদ্দিন, চিত্তরঞ্জন দেব, মমতাজ আলী ও মনাফ খান।

ভবতোষ বর্মণ রানা বাংলানিউজকে বলেন, মহানগর এলাকায় নতুন ৭৬ জনের মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তির আবেদন যাচাই-বাচাই শুরু হয়েছে।

এদিন উপস্থিত ৩৯ জনকে তথ্য যাচাইয়ের জন্য ফরম হাতে তুলে দেওয়া হয়।

তিনি বলেন, ওই ফরম পূরণ করে আগামী সোমবার (১৩ ফেব্রুয়ারি) জমা দেওয়ার জন্য বলা হয়েছে। এছাড়া ১৫ জনকে নিজেদের সমর্থনে বক্তব্য দিতে বলা হয়।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এনইউ/ওএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।