ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

ঢাকায় নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত জরিস ভ্যান বোমেল

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৭, আগস্ট ১৩, ২০২৫
ঢাকায় নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত জরিস ভ্যান বোমেল জরিস ভ্যান বোমেল। 

বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন জরিস ভ্যান বোমেল।  

বুধবার (১৩ আগস্ট) ঢাকায় নেদারল্যান্ডস দূতাবাস এক বার্তায় জানিয়েছে, ভ্যান বোমেল আন্তর্জাতিক উন্নয়ন, বাণিজ্য, নাগরিক সমাজ, বৈশ্বিক শিক্ষা এবং কূটনীতিতে অভিজ্ঞতা বহন করছেন।

বর্তমান দায়িত্ব গ্রহণের আগে তিনি কেনিয়ায় নেদারল্যান্ডস দূতাবাসে উপ-রাষ্ট্রদূত এবং বাণিজ্য ও উন্নয়ন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি উগান্ডায় নেদারল্যান্ডস দূতাবাসে উপ-রাষ্ট্রদূত এবং সহযোগিতাবিষয়ক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন সেক্রেটারিয়েটে নিযুক্ত ছিলেন। ভ্যান বোমেল   নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মালিতে নেদারল্যান্ডস দূতাবাসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি প্যারিসে ইউনেস্কো এবং বুরকিনা ফাসোতে ইউনিসেফের জন্যও কাজ করেছেন।

টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।