ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

ভৈরবে মালবাহী ট্রেনের ২ চাকা লাইনচ্যুত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৮, ফেব্রুয়ারি ৭, ২০১৭
ভৈরবে মালবাহী ট্রেনের ২ চাকা লাইনচ্যুত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মালবাহী ট্রেনের একটি বগির দু’টি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভৈরব রেলস্টেশনের জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বাংলানিউজকে জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেন ভৈরব রেলস্টেশন থেকে জগন্নাথপুর এলাকা অতিক্রম করার সময় একটি বগির দু’টি চাকা লাইনচ্যুত হয়।

তিনি আরও জানান, ভৈরব থেকে ঢাকার টঙ্গী পর্যন্ত দুই লাইনের রেললাইন থাকায় আপাতত দ্বিতীয় লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।