ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

হাজীগঞ্জে আগুনে ৬ বসতঘর পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৬, ফেব্রুয়ারি ৭, ২০১৭
হাজীগঞ্জে আগুনে ৬ বসতঘর পুড়ে ছাই হাজীগঞ্জে আগুনে ৬ বসতঘর পুড়ে ছাই-ছবি: বাংলানিউজ

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড মকিমাবাদ দাস বাড়িতে আগুন লেগে ছয়টি ঘর পুড়ে গেছে। এতে ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হবে বলে ধারণা করেছেন ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে দাস বাড়ির গোপাল দাসের ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে গোপাল দাস, সুজন সরকার, নিমাই চন্দ্র সরকার, অনিল চন্দ্র সরকার, উত্তম দাস ও জয়দেব দাসের ঘর পুড়ে ছাই হয়ে যায়।

ওয়ার্ড কাউন্সিলর রিটন চন্দ্র সাহা বাংলানিউজকে জানান, দাস বাড়িতে গাড়ি ঢোকার মতো যাতায়াত ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিস কর্মীদের প্রবেশ করতে দেরি হয়েছে। এ কারণে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।  

হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপন বাংলানিউজকে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রাথমিকভাবে এক বান টিন ও ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে। পরে তাদের আরও সহায়তা করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।