ঢাকা, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

জাতীয়

অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন পরিষ্কারে রাসিকের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৫, ফেব্রুয়ারি ৬, ২০১৭
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন পরিষ্কারে রাসিকের নির্দেশ

রাজশাহী: রাজশাহী মহানগরীর ফুটপাতের উপরে অবস্থিত অবৈধ স্থাপনা অপসারণ, ড্রেন পরিষ্কার ও মশক নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম।

সোমবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে নগর ভবনে রাজশাহী সিটি করপোরেশনের কার্যক্রম পর্যালোচনা সভায় তিনি এই নিদের্শনা দেন। বিকেলে রাসিকের জনসংযোগ কর্মকর্তা মাহাবুবুর রহমান এই তথ্য জানান।

সভায় মহানগরীর লালনশাহ পার্কসহ নির্মাণাধীন দারুচিনি প্লাজা, সাহেববাজার মুড়িপট্টি মার্কেট, ছোটবনগ্রাম পশ্চিমপাড়ায় বিজিবি সংলগ্ন মার্কেট, বহরমপুর মার্কেট, হড়গ্রাম বাজার, তেরখাদিয়া বাজার, বিনোদপুর মার্কেটের কাজের অগ্রগতি ও নির্মিত দোকানগুলো বরাদ্দ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয় বলেও জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন- রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, বাজেট কাম হিসাব রক্ষক কর্মকর্তা মো. আব্দুর রশীদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এসএস/জিপি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।