ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

চান্দিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৯, ফেব্রুয়ারি ১, ২০১৭
চান্দিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ চান্দিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ দুই জন নিহত হয়েছেন। এ আরও ২৫ যাত্রী আহত হয়েছেন।

বুধবার (০১ ফেব্রুয়ারি) রাতে পৌঁনে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশন ও সিনেমা হল সংলগ্ন হাজী টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন গাড়ি চালক ও অপরজন যাত্রী ছিলেন।

তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী পদ্মা এক্সপ্রেসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। খবর পেয়ে চান্দিনা থানার পুলিশ ও চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।