ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

মিরপুর এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৩, জানুয়ারি ৩১, ২০১৭
মিরপুর এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান

ঢাকা: মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া আবাসিক এলাকায় অননুমোদিত ১৪টি ভবনে বাণিজ্যিক কার্যক্রম ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজউকের পক্ষ থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসিক এলাকায় রাজউক অননুমোদিত গেস্ট হাউজ, রেস্টুরেন্ট, হোটেল, বারসহ বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ফুটপাতে অবৈধ র‌্যাম্প নির্মিত হয়েছে।

সেসব স্থাপনা ব্যবহার বন্ধকরণসহ ১৪টি ভবনে এ উচ্ছেদ অভিযান পরিচালিত করেছে।

এ উচ্ছেদ অভিযানের নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান।

তিনি বলেন, রাস্তার জায়গা দখল করে ও ভবনের সামনের গাড়ি পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে দোকান তৈরি করায় এ উচ্ছেদ করা হয়।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
আরআইএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।