পুলিশ ও ব্যাংক সূত্রে জানা যায়, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের ত্রাণ শাখার একটি টেন্ডারে অংশগ্রহণের জন্য মেসার্স দোলা এন্টারপ্রাইজের অনুকূলে ২০১৬ সালের ২৭ নভেম্বর জনতা ব্যাংক আত্রাই শাখা ৫৯ হাজার ২৫০ টাকার একটি এসডিআর (বিডি) ইস্যু করে। যার নং- SDR/AA- 2301478।
এদিকে জালিয়াতির আশ্রয় নিয়ে ওই বিডি কপি স্ক্যানিং করে ২৯ নভেম্বর একই কার্যালয়ে দরপত্র দাখিল করেন আত্রাই নতুন বাজার এলাকার ঠিকাদার মো. আফিল উদ্দিন। দরপত্রের লটারি অনুষ্ঠানের পর স্ব স্ব বিডি ফেরৎ দেওয়া হলে মঙ্গলবার আফিল উদ্দিন ওই জাল বিডি ক্যাশ করতে যান জনতা ব্যাংকে। এ সময় ব্যাংক কর্তৃপক্ষ বিডি জাল করার অভিযোগে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
জনতা ব্যাংক লিমিটেড আত্রাই শাখার ব্যবস্থাপক হুমায়ন কবির বলেন, আফিল উদ্দিন বিডিটি ক্যাশ করার জন্য জমা দিলে আমাদের ক্যাশ অফিসার বুঝতে পারেন এটি জাল বিডি। পরে পরীক্ষা নিরিক্ষা করে জাল প্রমাণিত হওয়ায় তাকে পুলিশে সোপর্দ করা হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বলেন, সংবাদ পেয়ে তাকে থানায় নিয়ে এসেছি। ব্যাংক কর্তৃপক্ষ মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
আরএ