ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

খুনি ও ধর্ষকদের বিচার করায় দেশ এগিয়ে যাচ্ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৫, জানুয়ারি ৩১, ২০১৭
খুনি ও ধর্ষকদের বিচার করায় দেশ এগিয়ে যাচ্ছে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান

গোপালগঞ্জ: নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বিশ্ব ব্যাংকের টাকা ছাড়াই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ এগিয়ে চলেছে। মংলা ও পায়রা বন্দরের ব্যাপক উন্নয়ন করা হয়েছে। এ দুই বন্দর দিয়ে বিভিন্ন দেশের মধ্যে আমদানি ও রফতানির দ্বার উন্মোচন করেছে সরকার।

 

 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় শহরের ওহাব স্কুল মাঠে একাদশ জাতীয় রোভার মুট গ্লোবাল ডেভেলপমেন্ট ভিলেজের সমাপনী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন নিয়ে সার্চ কমিটি গঠনে জনগণের প্রত্যাশা পূরণ হলেও বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি।

সার্চ কমিটি নিয়ে বিএনপির এক এক নেতা এক এক ধরনের মন্তব্য করছেন। সার্চ কমিটি নিয়ে তারা নিজেরাই বিভ্রান্ত।

স্কাউটের জাতীয় কমিশনার মো. আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ স্কাউটসের সমাজ উন্নয়ন বিষয়ক জাতীয় কমিটির সভাপতি আবু আলম মো. শহিদ খান, গোপালগঞ্জ পুলিশ সুপার এসএম এমরান হোসেন, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।