ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

‍অসুস্থ শিক্ষককে সহায়তা শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, জানুয়ারি ৩১, ২০১৭

ঢাকা: নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা গোদনাইল উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক সালেহা বেগমের স্বামী বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীকে চিকিৎসার জন্য কল্যাণ সুবিধার ২ লাখ ৬৪ হাজার ৬০ টাকার চেক দিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মো শাহজাহান আলম সাজু।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে সালেহা বেগমের বাসায় গিয়ে তার হাতে এ চেক তুলে দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. তেলোয়াত হোসেন, স্বাশিপ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ব্রজেন্দ্র নাথ সরকার, জহির উদ্দিন মাস্টার, ফারুকুল ইসলাম, খোকন, শাহাবুদ্দিন, সারোয়ার, শফিউল আলম, আ. রহিম সরকার, মো. লাল মাহমুদ প্রমুখ।


 
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।