ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

কেরানীগঞ্জে বিয়ারসহ মাদক ব্যবসায়ী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৩, জানুয়ারি ৩১, ২০১৭
কেরানীগঞ্জে বিয়ারসহ মাদক ব্যবসায়ী আটক

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে ২৮৮ ক্যান বিয়ারসহ আব্দুল জলিল খান (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার দোলেশ্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) রবি চরণ চৌহান বাংলানিউজকে জানান, দোলেশ্বর গ্রামে মাদক কেনাবেচা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে বিকেলে ওই এলাকায় অভিযান চালিয়ে ২৮৮ ক্যান বিয়ারসহ জলিলকে আটক করা হয়।

এ ঘটনায় আটক জলিলের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।