ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

না’গঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ আটক ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০১, জানুয়ারি ৩১, ২০১৭
না’গঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ আটক ১২ বন্দর থানাধীন নবীগঞ্জ আকিজ সিমেন্ট ফ্যাক্টরি সামনে থেকে আট হওয়া মাদক ও আটকরা

নারায়ণগঞ্জ: বন্দর পুলিশ হেডকোয়ার্টার্সের গোয়েন্দা শাখার বিশেষ টিমের সহযোগিতায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১২ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় আটকদের কাছ থেকে মাদক বহনকারী দুটি গাড়িও জব্দ করা হয়।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) ভোরে বন্দর থানাধীন নবীগঞ্জ আকিজ সিমেন্ট ফ্যাক্টরি সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. সেলিম (৩২), মো. বাদল (৫২), মো. আবু সাঈদ (৪০), মো. আরিফ (৩৫), মোর্শেদ (৩৫), মো. রবনি (২৩), অহিদ (৩০), মো. মালেক (৪৯), মো. সোহাগ (২৪), মো. শরিফুল ইসলাম (২৫), মো. রিপন (২৬) ও জহিরুল ইসলাম (৪০)।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধায়নে ও জেলা গোয়েন্দা শাখার মফিজুল ইসলাম ও মাজাহারুল ইসলামের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

বিকেলে জেলা পুলিশ সুপারে কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সংবাদ সম্মেলন এসব তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার রাতে পুলিশ হেডকোয়ার্টার্স গোয়েন্দা শাখার বিশেষ টিমের সহযোগিতায় অভিযান চালিয়ে ১২ জন মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ভারতে তৈরি ৮শ’ বোতল ফেনসিডিল, ৫০ কেজি গাঁজাসহ মাদক বহনকারী একটি প্রোইভেটকার ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।