ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

ধুনটে মাদকসেবীর কারাদণ্ড

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৫, জানুয়ারি ৩১, ২০১৭
ধুনটে মাদকসেবীর কারাদণ্ড

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় মাদকদ্রব্য সেবনের দায়ে জিয়াউর রহমান (৩৫) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ ইব্রাহীম এ দণ্ডাদেশ দেন।

জিয়াউর রহমান উপজেলার চিকাশি ইউনিয়নের ঝিনাই গ্রামের হাফিজার রহমানের ছেলে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, জিয়াউর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন করে আসছিলেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে মাদক সেবন করে উপজেলার জোড়শিমুল বাজার এলাকায় মাতলামি করছিলেন জিয়াউর রহমান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। এসময় তিনি অপরাধ স্বীকার করায় বিচারক তাকে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।