ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

গাইবান্ধায় স্কুলে আগুন: গ্রেফতার রঞ্জু ৩ দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩২, জানুয়ারি ৩১, ২০১৭
গাইবান্ধায় স্কুলে আগুন: গ্রেফতার রঞ্জু ৩ দিনের রিমান্ডে

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া গণউন্নয়ন একাডেমিতে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতারকৃত রঞ্জু মিয়ার (৩০) তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ময়নুল হাসান ইউসুব তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, ২৯ জানুয়ারি সন্ধ্যায় কুন্দেরপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি ওই গ্রামে মজিবর রহমানের ছেলে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান জানান, স্কুল পোড়ানোর ঘটনায় গ্রেফতারকৃত রঞ্জু মিয়ার কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। আরো তথ্যের জন্য তার সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। বিচারক শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০০৩ সালে বেসরকারি উন্নয়ন সংস্থা গণউন্নয়ন কেন্দ্রের সহায়তায় বিদ্যালয়টি (কুন্দেরপাড়া গণউন্নয়ন একাডেমি) প্রতিষ্ঠিত হয়। বৃহস্পতিবার গভীররাতে প্রতিষ্ঠানটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এতে বিদ্যালয়ের অফিস কক্ষসহ সাতটি শ্রেণিকক্ষ পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, আসবাবপত্র, শিক্ষা উপকরণ ও অফিস কক্ষের আলমারিতে রাখা অন্তত ২০ হাজার স্কুল সাটিফিকেট এবং নম্বরপত্র পুড়ে ছাই হয়ে যায়। যা অন্তত ১২ বছর ধরে সংরক্ষিত ছিল।  

এতে প্রায় কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে সদর থানায় নাশকতা মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।