ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

জাতীয়

ঢাকা-বরগুনা নৌরুটে রোটেশন পদ্ধতি বাতিলের দাবি বেতাগীতে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০১, জানুয়ারি ৩০, ২০১৭
ঢাকা-বরগুনা নৌরুটে রোটেশন পদ্ধতি বাতিলের দাবি বেতাগীতে 

বরগুনা: ঢাকা-বরগুনা নৌরুটে রোটেশন পদ্ধতি বাতিলের দাবিতে বরগুনার বেতাগী উপজেলায় মানববন্ধন করেছেন সাধারণ জনগণ ও ব্যবসায়ীরা।সোমবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বেতাগী উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধন শেষে একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন ব্যবসায়ীরা।

বেতাগী বন্দর ব্যবসায়ী সমিতির আহ্বায়ক পরেশ চন্দ্র কর্মকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন-বেতাগী পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির, ব্যবসায়ী আজিজুর রহমান, মকবুল হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ১৯৭৬ সালের অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশের ৫৪ ও ৮৩ ধারা এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ বিধির ১৯৭০ এর বলে লঞ্চ চলাচলের সময়সূচি দেওয়ার কথা রয়েছে। কিন্তু লঞ্চ মালিকরা একত্রিত হয়ে রোটেশন পদ্ধতিতে নৌযান চালাচ্ছে। এতে করে অনেককে মালপত্র নিয়ে ঝুঁকির মধ্যে দীর্ঘ নৌপথ পার হতে হয়।  

তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যাত্রীবাহী একটি লঞ্চের পাশাপাশি আরেকটি পণ্যবাহী লঞ্চ দেওয়ার দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।