ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

জাতীয়

৪ ঘণ্টা পর নড়াইল-কালিয়া সড়কে বাস চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২১, জানুয়ারি ৩০, ২০১৭
৪ ঘণ্টা পর নড়াইল-কালিয়া সড়কে বাস চলাচল শুরু

নড়াইল: চার ঘণ্টা পর নড়াইল-কালিয়া সড়কে বাস চলাচল শুরু হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ৩টা থেকে বাস চলাচল শুরু হয়। বাস শ্রমিকদের সঙ্গে বিরোধের জের ধরে ৩০ জানুয়ারি সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত নড়াইল-কালিয়া সড়কে বাস চলাচল বন্ধ করে রাখে ইজিবাইক শ্রমিকরা।

এসময় নড়াইল-কালিয়া সড়কের গোপালপুর-দিঘলিয়া এলাকায় অবস্থান নিয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে। ফলে ওই সড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

পরে দুপুর ৩টার দিকে জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষের মধ্যে সমঝোতার আশ্বাস দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ইজিবাইক বহুমুখী সমবায় সমিতি নড়াইল-কালিয়া সড়কের সভাপতি ওহিদ মৃধা ও সাধারণ সম্পাদক ইসমাইল সিকদার অভিযোগ করে জানান, নড়াইল-কালিয়া সড়কে ইজিবাইক চলাচলে বাস মালিক সমিতির লোকজন তাদের বাধা দেয় এমনকি যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করে গাড়ি থেকে নামিয়ে দেয়।

বিভিন্ন সময়ে জেলা প্রশাসকসহ স্থানীয় সংসদ সদস্যদের কাছে বিষয়টি জানিয়েও কোন লাভ না হওয়ায় বাধ্য হয়ে তারা সড়ক অবরোধ করেন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
বিএসকে/আরএ

** নড়াইল-কালিয়া সড়ক অবরোধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।