ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

জাতীয়

কলেজ ছাত্রী অপহরণের প্রতিবাদে ময়মনসিংহে সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৭, জানুয়ারি ৩০, ২০১৭
কলেজ ছাত্রী অপহরণের প্রতিবাদে ময়মনসিংহে সড়ক অবরোধ ছাত্রী অপহরণের প্রতিবাদে সড়ক অবরোধ

ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী সুরাইয়া জান্নাত সেতু (১৭) নামে এক ছাত্রীকে অপহরণের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের দাপুনিয়া বাজারে সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধরা।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

স্থানীয় দাপুনিয়া হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল নাজমুল হোসাইন জানান, রোববার (২৯ জানুয়ারি) সকালে কলেজে যাওয়ার পথে ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের কসাইবাড়ি মোড়ে স্থানীয় আব্দুল কাদিরের বখাটে পুত্র সারোয়ার হোসেন ও তার সহয়োগী ৭/৮ জন বন্ধু মাইক্রোবাসে করে সেতুকে তুলে নিয়ে যায়।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় সেতুর বড় ভাই সাগর বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসীরা সোমবার দুপুরে সড়ক অবরোধ করে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, অপহৃতকে উদ্ধারে ৩ দিনের সময় নেওয়া হয়েছে। পাশাপাশি অপহরণকারীদের গ্রেফতারের আশ্বাস দেওয়ার প্রেক্ষিতে অবরোধ তুলে নিয়েছেন স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এমএএএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।