ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

জাতীয়

নিখোঁজের ৪দিন পর যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪২, জানুয়ারি ৩০, ২০১৭
নিখোঁজের ৪দিন পর যুবকের মরদেহ উদ্ধার

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় নিখোঁজ হওয়ার চারদিন পর মইয়া তঞ্চঙ্গ্যা (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু এলাকার ভাল্লুকিয়া ঝিড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, রেজু মনজয় পাড়ার অংথাই তঞ্চঙ্গ্যার ছেলে মইয়া তঞ্চঙ্গ্যা চারদিন আগে পাহাড় থেকে ফুলঝাড়ু সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হন।

ঘুমধুম তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. এরশাদ জানান,
রোববার সন্ধ্যায় রেজু এলাকার ভাল্লুকিয়া ঝিড়িতে অর্ধগলিত একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

তবে কীভাবে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার সকালে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এসআই।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।