ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

দুর্যোগ ঝুঁকি সম্পর্কে সচেতন করতে বরগুনায় কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০০, জানুয়ারি ২৬, ২০১৭
দুর্যোগ ঝুঁকি সম্পর্কে সচেতন করতে বরগুনায় কর্মশালা দুর্যোগ ঝুঁকি সম্পর্কে সচেতন করতে বরগুনায় কর্মশালা-ছবি: বাংলানিউজ

বরগুনা: প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে বরগুনায় সম্মিলিত কর্ম পরিকল্পনা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে দুর্যোগকালীন মানবিক সহায়তা ব‍াড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে আহ্বান জানানো হয়।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বরগুনা জেলা প্রশাসন ও উন্নয়ন সংগঠন কোডেক এর আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রাসেদুল হাসান।

জেলা প্রশাসক ড. মুহা. বশিরুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দ‍ুর্যোগকালীন এলনা প্রকল্পের উদ্বোধন করেন।

আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি উন্নয়ন সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যম প্রতিনিধি।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।