ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:১২, জানুয়ারি ২৬, ২০১৭
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস

চুনারুঘাট থেকে: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উলুকান্দি এলাকায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৫ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল সোয়া ৭টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৪ জনের নাম জানা গেছে।

তারা হলেন-ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার অাদারজুড়ি গ্রামের নির্মল কুমারের ছেলে গৌতম (৩০), চাঁপাইনবাবগঞ্জ জেলার জগন্নাথপুর থানার শিবগঞ্জ গ্রামের মোস্তাহিদুল হকের স্ত্রী মোছা. দোয়ারিশ বেগম (২৭), বায়োজিদ অালম (২৮) ও কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার গোয়ালন্দ গ্রামের মাইক্রোবাস চালক আল আমিন (২৮)।


আহতরা হলেন- সেজু মিয়া (২৭) ও ফাহাদ মিয়া (৯)।

চুনারুঘ‍াট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।  

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সৈয়দ জাকির হোসেন বাংলানিউজকে জানান, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসা সিলেটগামী মাইক্রোবাস ও ঢাকাগামী পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় ৫ জন ঘটনাস্থলেই নিহত হন।

নিহত সবার মরদেহ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় আনা হয়েছে।  

**হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।